ব্রেকিং নিউজ
২০২৩-২৪ ইংরেজী ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষের
ভর্তির নিয়মাবলী (পুরুষ বিভাগ)
১. ভর্তির সময় (নতুন-পুরাতন) ২মে মঙ্গলবার থেকে ৯ মে মঙ্গলবার পর্যন্ত।
২. নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে যে কোন জামাতে বোর্ড পরীক্ষা (বেফাক বা এদারায়) দিয়ে থাকলে মার্কসীট সাথে আনতে হবে। এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। অন্যান্য জামাতে ভর্তির ক্ষেত্রে মি’য়ারী কিতাবগুলোর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
৩. নতুন ছাত্রদের ভর্তির সময় জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। এবং সে অনুযায়ী ফরম পূরণ করতে হবে।
৪. পুরাতন ছাত্ররা গত বৎসর জন্ম নিবন্ধন সনদ জমা না দিয়ে থাকলে তারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।
৫. বোর্ডিংয়ের ছাত্ররা ৯ মে মঙ্গলবার বিকাল থেকে মাদরাসায় উপস্থিত থাকতে হবে। অনাবাসিক
ছাত্ররা ১০ মে বুধবার সকাল থেকে দারসে উপস্থিত থাকতে হবে।
৬. ভর্তির ক্ষেত্রে মেধাবী ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৭. সুল: শিশু, এক ও দুই এ বোর্ডিংয়ে অবস্থানকারী কোন ছাত্র ভর্তি করা হয় না।
বোর্ডিং ফি
খুরাকি আবাসিক ফি মোট ফি
১৯৫০/- ৫৫০/- ২৫০০/-
ভর্তি ফি
জামাত ফরম নতুন ভর্তি ফি পুরাতন ভর্তি ফি
সুল: ১৩, ১৪, ১৫ ১০০/- ২৫০০/- ১৫০০/-
সুল: ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ১০০/- ১৫০০/- ১০০০/-
সুল: ২, ৩, ৪, ৫ ১০০/- ১১০০/- ৭০০/-
সুল: শিশু ও ১ ১০০/- ফ্রি ফ্রি
হিফজ বিভাগ ১০০/- ২০০০/- ১৫০০/-
মাদানী বিভাগ ১০০/- ২০০০/- ১৫০০/-
Powered By: Secure IT Solution
©Copyright. All Rights Reserved